হারানোর স্মৃতি
আমার হারিয়ে যাওয়া দিনগুলি কই সব?
যেখানে ফেলে আসা আমার শৈশব;
কোথায় হারালো জীবনের উচ্ছ্বাস;
যখন মনের দুয়ারে স্বপ্ন বুনতাম আমি বারোমাস-
হারিয়ে গেলো আবার হারিয়ে গেলো আমার সেই রুপকথার রাতগুলি-
যখন আমি একা বসে কাটাতাম সময় গল্পের বইতে আমি হাত-বুলি;
আজ কোথায় হারোলো কোথায়,আমার কান্না-হাসির ঢ্ল?
আর ঘুমপাড়ানির দল ;
আমি খুজেছি কতো খুজেছি জোনাক মাতানো সন্ধ্যা -
ফোটেনা এখন ফোটেনা আর কোথাও মন রাঙানো রজনীগন্ধা;
পাই নি কখনো ফিরে পাই নি আমি আর-
সুখ ডেকে আনা সুর ওই হারানো বিকেল বেলার ;
আছে শুধু আজো আকাশ ভরা সে পুরোনো মেঘ কালো-
আর সকাল বাড়ানো কিছু রোদের আলো;
নেই পুরোনো কিছু স্মৃতি বেচে-
সময় টা আজ শুধু রঙ সেজেছে।
MD Shamim Khan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?