Translate   7 months ago

#অবশ্যই_পড়বেন_সবাই -------------★★★

অল্পবয়সী এক মহিলা এলেন ডাক্তারের কাছে।
"ম্যাডাম আমার ১ বছরের একটা বাচ্চা আছে। কিন্তু এরই মধ্যে আমি আবার গর্ভবতী হয়ে পড়েছি। এই মুহুর্তে দুটো বাচ্চা পালন করা আমাদের পক্ষে সম্ভব নয়।"
- "তাহলে আপনি কি করতে চান?"
- "আপনি আমার এবরশনের ব্যবস্থা করুন।"
ডাক্তার সাহেবা কিছুক্ষণ ভাবলেন, এরপর বললেন,
- "এর চেয়ে ভাল একটা উপায় আছে।"
- "কি উপায়?" সাগ্রহে জিজ্ঞেস করলেন মহিলা।
- "আপনার প্রথম বাবুটাকে আমরা দুজনে মিলে মেরে ফেলি। কেউ কিছু জানবে না। এতে সুবিধা হল দ্বিতীয়টা হবার আগে আপনিও কিছুটা সময় পাবেন। রেস্ট নিতে পারবেন।"
শিউরে উঠলেন মহিলা।
- "এ কি বলছেন আপনি! মা হয়ে নিজের সন্তানকে আমি খুন করব!"
ডাক্তার হাসলেন, বললেন,
"দ্বিতীয় বাচ্চাটা কি আপনার সন্তান নয়? তাকে কেন খুন করতে চাচ্ছেন?"
মহান আল্লাহ রব্বুল আলামীন আল কুরআনে বলেছেন - "দারিদ্রতার কারণে (অথবা অন্যায় ভাবে)তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না। আমিই তোমাদের রিযিক দেই এবং তাদেরও রিযিকের ব্যবস্থা করব।"
(সুরা আন আম: ১৫১