Translate   7 months ago

"নোয়াখালির এক ছেলে পরীক্ষায় অনেক
বিষয়ে ফেল করেছে।তাই মা ছেলেকে
জিজ্ঞাসা করছে -
.
মা : তুই কিসে কিসে হেল কইচ্চস?
.
ছেলে : ইংরেজি, ইতিহাস আর হিটিতে
( পিটি-শরীরচর্চায়) হেল কইচ্চি।
.
মা : ইংরেজিতে হেল কইচ্চস কিল্লাই?
.
ছেলে : টিচার আঁরে কয় ট্রানস্লেশন কর-
তোমার মা করিম মিয়ার লগে ঘুরতে যায়।
আঁই কইছি, আঁর মা কি খারাফনি যে করিম
মিয়ার লগে ঘুরতে যাইব?
.
মা : ইতিহাসে হেল কইচ্চস কিল্লাই ?
.
ছেলে : টিচার আঁরে জিগায়, হানি হথের
যুদ্ধ কেন হয়ছিল ? আঁই কইছি, হুকনা হথে
সুবিধা কইত্ত হারে নাই, ইয়াল্লাই হানি
হথে যুদ্ধ কইচ্চে।
.
মা : হিডিতে হেল কইচ্চস কিল্লাই।
হিডিতেতো আত ফাও লারি চারি দিলেই
ফাশ হরন যায়।
ছেলে : টিচার আঁরে কয় ডাইন আত তোল, আঁই
তুইলচি হেরপর কয় বা আত তোল, আঁই হিডাও তুইলচি।
হেরপর কয় বাম ফা তোল, অান্নে ছান আঁই হিডাও তুইলচি আই সব উডাই রাখছি হেরপর অারো
কয় ডাইন ফা তোল,ইবার চেইত্তা আঁই কইছি চাইর আত পাও তুলি আই কি আন্নের অান্ডার উপর
খাড়াইতামনি?
.
মা : হুনলাম অংক আর বাঙলায়ও হেল
কইচ্চস। অংকে হেল কচ্চস কিল্লাই?
.
ছেলে - অসৎ ব্যবসার হশ্ন কইচ্চে দেহি আই
উত্তর দেই নো। প্রশ্ন কইচ্চে ২০ টাহা
সেরে ১০ সের দুধ কিনে ৩ সের হানি
মিশিয়ে আবার ২০ টাকা করে বিক্রি
করলে কত লাভ অয়। আঁর বাপ দাদা
চোদ্দপুরুষ কোনদিন এই ব্যবসা কইচ্চেনি?
আইয়ো কইত্তামনা কোনদিন। হেরলাই
উত্তর দেই- নো।
.
মা : ঠিক আছে তো, বাংলায় হেল
কইল্লিক্যা?
.
ছেলে - ডাক্তারি হশ্ন কইচ্চে আই কেমনে
হারুম। ফ্রশ্ন কইচ্চে, লিঙ্গ ফরিবর্তন কর।
আন্নে হারবেন নি? এডা কি কোন জামা-
কাফড় নি যে ফরিবর্তন করি ফালামু😆😁😀😃