Translate   5 years ago

সফলতার জন্য কি করতে চান?

সফল হতে কে না চায়? কিন্তু এক একজনের কাছে সফলতার সংজ্ঞা এক এক রকম। তাই প্রত্যেকের কাছে সেই সফলতা অর্জনের লক্ষ্যে কাজ করার ধরনটাও ভিন্ন।
বর্তমানে যারা কর্মক্ষেত্রে বা অর্থনৈতিক দিক থেকে সফলতা পেয়েছেন তাদের জন্য শুভকামনা। বিশ্বকর্মক্ষেত্রের কথা বিবেচনায় রেখেই তাদের পথ চলা শুরু, যার ফলাফল আজ তাঁরা পাচ্ছেন। তবে আপনিও নিজেকে তৈরী করে নিন তাদের মত করে।

এই সফলতার পথ পরিক্রমায় যা যা থাকতে পারে সেগুলোর মধ্যে কিছু দেখে নিই।

গ্রাফিক ডিজাইন
ওয়েব ডিজাইন
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি সহ আরও বেশ কিছু কাজ

এই সকল ক্ষেত্রে যুগোপযোগী প্রশিক্ষণ আপনার স্বপ্ন বাস্তবায়নে সহায়ক হবে। কিন্তু আন্তর্জাতিক মানের সেই প্রশিক্ষণ কারা নিশ্চিত করতে পারছে সেটাও দেখার বিষয়। "নিউ হরাইজন্স" প্রায় ২০ বছর ধরে বাংলাদেশে আইটি সম্পর্কিত প্রশিক্ষণ দিয়ে আসছে সুনামের সাথে।আমরাই নিশ্চিত করি লার্নিং গ্যারান্টি অফার, যা অন্য সবার থেকে আগিয়ে রাখে আমাদেরকে। আমরা সম্প্রতি গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন এবং আমাদের নতুন সংযোজন ডিজিটাল ডিজাইন।

কি কি পাচ্ছেন আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সে (সম্পুর্ন আন্তর্জাতিক মানের সিলেবাসে ফটোশপ ও ইলাস্ট্রেটর) জানতে ক্লীক করুনঃ
https://bit.ly/2JXnm9I

ওয়েব ডিজাইন কোর্সের সম্পর্কে জানতে ঘুরে আসুন এখান থেকেঃ
https://bit.ly/2KO8QSh

এইদুয়ের সমন্বয়ে আমাদের নতুন সংযোজন "ডিজিটাল ডিজাইন" কোর্সটি আয়োজন করা হয়েছে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
নিউ হরাইজন্স কম্পিউটার লার্নিং সেন্টার অব বাংলাদেশ
মমতাজ প্লাজা (৪র্থ তলা ),
বাড়ি# ৭, রোড# ৪, ধানমন্ডি, ঢাকা।

#New_Horizons_CLC_of_Bangladesh
#New_Horizons

Dhaka Adobe Training from New Horizons

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry