চাচা আমিও তোমার মত পাগল হতে চাই।
"ওয়াসার এমডি যাঁকে পাগল বললেন, সেই মীজান ভাই ২০ বছর যাবত জুরাইন বইমেলার মুখ্য মানুষ। জুরাইনের নর্দমা হওয়া রাস্তাগুলোকে এলাকার তরূণেরা মিলে কতবার পরিষ্কার করলেন, শেষে তাঁদের চাপে গতবছর রাস্তা ও নর্দমা সংস্কার হয়। এলাকার মাঠ ও পরিবেশ বাঁচানো দিয়ে তার শুরু তিনি এখন সুন্দরবন বাঁচানোর আন্দোলনের ত্যাগী নেতা। সুইডেনের রি.পাবলিক পত্রিকা তাঁকে জলবায়ু গেরিলা খেতাব দেয়। নিম্নবিত্ত এই দুই কন্যার বাবা ও তাঁর স্ত্রীর সংগ্রামী খ্যাতি মিডিয়ার সৃষ্টি না। আমাদের সময়ের বিপ্লবী বলতে এমন মানুষকেই বুঝি। মতবাদ বা হিরোইজমের মোহে না, জরুরি মনুষ্যত্ববোধেই তিনি অনুকরণীয় মানুষ। এমন অনেক অত্যাচারের পরেও কত সুন্দর আর বিশ্বাসী তাঁর হাসি। বিপ্লব বড় কিছু না, লেগে থাকা সাহসী হওয়া আর মানুষের পক্ষে থাকা।"
Md. Ismail Hossain
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?