কলকাতায় শেষ হলো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’
বিনোদন
বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় কলকাতায় নিযুক্ত উপ-হাইকমিশনের আয়োজনে গেলো ১৫ ফেব্রুয়ারী শুরু হয় ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’। কলকাতায় অনুষ্ঠিত এ উৎসবে ২৩টি ঢাকাই সিনেমা প্রদর্শিত হয়। এ চলচ্চিত্রগুলো দেখতে কলকাতার রবীন্দ্রসদন প্রাঙ্গণের নন্দন ২, নন্দন ৩ এবং নজরুল তীর্থর ২ প্রেক্ষাগৃহে দর্শকদের সমাগম ছিল।
জানা গেছে, রোববার কলকাতার সাপ্তাহিক ছুটির দিনে ঢাকাই চলচ্চিত্র নিয়ে নগরবাসীর উৎসাহটা বেশি ছিল। সেদিন প্রতিটি শো-ই ছিলো হাউসফুল। গতবারের মতো এবারো ‘গেরিলা’ দেখার বাড়তি আগ্রহটা ছিল সেখানকার দর্শকদের।

কেবল ‘গেরিলা’ নয়; ‘পোস্টমাস্টার ৭১’, ‘স্বপ্নজাল’, ‘দহন’, ‘রাজনীতি’, ‘হেডমাস্টার’র মতো একাধিক সিনেমাও বেশ আগ্রহর সঙ্গে দেখছেন কলকাতার দর্শকরা।



এই উৎসবে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন সব কলাকুশলীকে সম্মাননা জানিয়েছেন। সব মিলিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব রূপ নেয় অনন্য এক আয়োজনে।

প্রসঙ্গত, কলকাতায় অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী গৌতম দেব এবং চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ।

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry