তোর আর আমার ছেলেবেলা কেটেছে, কাছাকাছি-পাশাপাশি,
এক সাথে উড়িয়ে যত মেঠো পথের ধূলো, ক্ষেতের আইল ধরে বিদ্যালয়ের পথ...
পড়া শেষে গাঁয়ে ফেরা বাঁশ বাগানের পথ ঘেঁষে হেসে হেসে...
তারপর যখন তুই (চেংরি)মাইয়্যা আর আমি (চেংরা)পোলা হয়ে গ্রাম্য সমাজের রীতি,
তোকে তখন ভীষণ অভিমানী,কাতর লাগতো মনে এবং মুখের ভাষায়।
আমি কাঁকড়া নদীর জলে রোদের কোলে খালি হাতে হাছতাই মাছ,
কাদায় দিতাম গড়াগড়ি, বট গাছের মাথায় উঠে ঝুড়ি বেয়ে নামি ধূপধাপ--
তুই বলতি তোর অভিমান হয়, যদি তুইও করতে পারতি? তারপরেও নিষেধতো শিরোধার্য।
আমি বেলতলির হাটে ছুটি, রোদকে পিঠে নিয়ে খেলার মাঠে ভরদুপুরে দেই দূরন্ত দৌড়...
ক্লান্ত হয়ে সন্ধায় বাড়ির উঠোনে আমি, আড়ালে তোর মুচকি হাসি,
ঐ হাসির আড়ালেও অভিমান তোর আমার প্রতি কিংবা অভিমান লিংগ ভেদ।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন