Translate   5 years ago

উন্নয়নের ফেরিওয়ালা ও তাদের ভাড়াটে বয়ানবাজদের ভাষ্যমতে, আমাদের দেশটা যখন উন্নতি করতে করতে আমেরিকা, ফ্রান্স বা সিঙ্গাপুরের কাতারে পৌছে যাচ্ছে, তখন দেশের যুবসমাজের একটা বড় অংশ কাজের সন্ধানে প্রাণের ঝুঁকি নিয়ে দুরদেশে পাড়ি জমাচ্ছে। সর্বশেষ ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ায়।

ইত্তেফাক জানাচ্ছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি ‘শপহাউস’-এ গাদাগাদি করে থাকা অবস্থায় ১৯২ বাংলাদেশিকে উদ্ধার করেছে সেদেশের পুলিশ। উদ্ধারকৃতদের বেশিরভাগেরই বয়স ২০ এর কোটায় এবং তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। কর্তৃপক্ষের ধারনা উদ্ধারকৃত যুবকরা নৌকায় করে ইন্দোনেশিয়া পৌঁছেছে এবং সেখানে তারা কয়েকমাস ধরে অপেক্ষা করছে মালয়েশিয়া যাওয়ার জন্য॥

১. http://www.ittefaq.com.bd/aboard/26577
২. https://goo.gl/66Zd1J , https://goo.gl/XhLYFX

Just a moment...

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry