প্রশ্নঃ কম্পিউটার আবিষ্কার করেন কে?
উত্তরঃ হাওয়ার্ড অ্যাইকন
প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চার্লজ ব্যাবেজ
প্রশ্নঃ সর্বপ্রথম কখন মিনি কম্পিউটার তৈরি হয়?
উত্তরঃ ১৯৬৪ সালে।
প্রশ্নঃ বিশ্বের প্রথম মিনি কম্পিউটারের নাম কি?
উত্তরঃ পিডিপি-১।
প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানির নাম কি?
উত্তরঃ মাইক্রোসফট কর্পোরেশন।
প্রশ্নঃ বর্তমান বিশ্বে প্রথম স্বয়ংক্রিয় কম্পিউটারের নাম কি?
উত্তরঃ আইবিএম মার্ক-১।
প্রশ্নঃ সর্বপ্রথম উদ্ভাবিত মাইক্রোপ্রসেসরটির নাম কি?
উত্তরঃ ইনটেল ৪০০৪।
প্রশ্নঃ ল্যপটপ, লাইফ বুক, নেটবুক, নেটটপ কি?
উত্তরঃ ছোট কম্পিউটার।
প্রশ্নঃ আইপ্যাড কি?
উত্তরঃ ট্যাবলেট কম্পিউটার।
প্রশ্নঃ কম্পিউটার ভাইরাস আসলে কি?
উত্তরঃ একধরনের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম।
প্রশ্নঃ লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক কে?
উত্তরঃ ট্যাভেলড লিনাক্স।
প্রশ্নঃ মাইক্রো শব্দের অর্থ কি?
উত্তরঃ ক্ষুদ্র বা ছোট।
প্রশ্নঃ বিশ্বে প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?
উত্তরঃ অ্যাডা লাভলেস (ব্রিটেন)।
প্রশ্নঃ কম্পিউটার প্রোগ্রামিং এর জনক কে?
উত্তরঃ গ্রেস হুপার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ লেজার প্রিন্টারের জনক কে?
উত্তরঃ গেরি স্ট্রাকওয়েদার (মার্কিন যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ যে যন্ত্রের সাহায্যে কম্পিউটারের সকল ফলাফল কাগজে ছাপানো হয় তার নাম কি?
উত্তরঃ প্রিন্টার।
প্রশ্নঃ আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তরঃ বিল মোগরিজ।
প্রশ্নঃ টেলিফোনের জনক কে?
উত্তরঃ আরেকজান্ডার গ্রাহাম বেল।
প্রশ্নঃ মোবাইল ফোনের জনক কে?
উত্তরঃ মার্টিন কুপার।
প্রশ্নঃ সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ।
প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতির নাম কি?
উত্তরঃ টেলি মেডিসিন
প্রশ্নঃ বিশ্বে ইন্টারনেটর জন্ম হয় কবে?
উত্তরঃ ১৯৬৯ সালে।
প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে?
উত্তরঃ ভিনটন জি কার্ফ।
প্রশ্নঃ কম্পিউটার হতে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কি বলা হয়?
উত্তরঃ ইন্টারনেট।
প্রশ্নঃ ওয়েবের জনক কে?
উত্তরঃ টিম বার্নাস লি।
প্রশ্নঃ ই-মেইলের জনক কে?
উত্তরঃ রে টমলিনসন।
প্রশ্নঃ উইকিপিডিয়ার জনক হিসাবে পরিচিত কে?
উত্তরঃ জিমি ওয়ালস।
প্রশ্নঃ গুগলের ইমেইল সেবা জিমেইল কার্যক্রম শুরু হয় কবে?
উত্তরঃ ২১ মার্চ ২০০৪ সালে।
প্রশ্নঃ গুগল নিউজ চালু হয় কখন?
উত্তরঃ ২০০২ সালের মার্চে।
প্রশ্নঃ গুগলের সামজিক যোগাযোগ সেবা গুগল বাজ চালু হয় কবে?
উত্তরঃ ৯ ফেব্রয়ারি ২০১০
Lovely Akter
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Md Abu Taleb Dewan
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Md Salman Hossain Roni
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?