Translate   5 years ago

মাঝ রাত,,
কয়েকবছর আগের কথা সময়টা ছিল
শীতকাল।প্রতিদিন আমি আমার অফিস
শেষ করে রাত নয়টায় বাসায় আসি।
কিন্তু ঘটনার দিন আমার কাজ শেষ
হতে একটু রাত হয় যায়,,রাত তখন ১০
টা ত্রিশ মিনিট।আমি আমার কাজ শেষ
করে বাইকে আসতে থাকি,,আমি
সর্টকার্ট নেয়ার জন্য,মেইন রোড
থেকে না গিয়ে একটু ভিতর থেকে যাই।
বলে রাখা ভাল,এই রোড থেকে যেতে
গেলে কিছুদুর সামনে একটা কবর স্থান
বাধে,,এই কবর স্থানের মোট দুইটা
গেট,,শীতকালের রাত্রি তারপর রাত
সাড়ে দশটা রাস্তায় কয়েকটা কুকুর
ছাড়া আর কেউই নেই,,আমি যখন কবর
স্থানের প্রথম গেটের সামনে
আসি,তখন হটাৎ মনে হল কেউ আমার
নাম ধরে একবার ডাক দিলো।সাথে
সাথে আমি বাইক থামিয়ে ফেলি।আমার
পেছন ডানে, বায়ে, সব দিকে তাকাই
কিন্তু না কেউ নেই,হঠাৎ প্রচন্ড
চিৎকার করে কুকুর গুলো ছুটতে
লাগল,আমি তখন বেশ ভয় পেয়ে
যাই,,হঠাৎ কবর স্থানের গেটের কাছে
চোখ যায়,,আমি যেটা দেখি আমি
নিজের চোখ কে বিশ্বাস করতে পারছি
না।৬-৭ জন হুজুর টাইপের লোক গোল
হয়ে দাড়িয়ে আছে,,ওখানে থাকার
সাহস আমার আর হলো না,,মনে মনে যত
দোয়া দরুদ পারি পরতে থাকি,এবং
বাইক স্টার্ট দেই,,রাসতায় আর কোনো
সমস্যা ছাড়াই আমি বাসায় এসে
পৌছাই।ঘটনাটা এখানেই শেষ হতে
পারত কিন্তু না,,যথাক্রমে বাসায়
আসার পর ফ্রেস হয়ে রাতের খাবারের
পর আমি সব ঘটনাই ভুলে যাই।আমি
কিছুখন পরে ঘুমিয়ে পড়ি রাত তখন
তিনটা বাজে,পানির মত তরল কিছু
একটা আমার কপালে পড়তে থাকায়
আমার ঘুম ভেংগে যায়।তো আমি ভাবি
হয়ত টিকটিকি মল মূত্র ত্যাগ করার
সময় আমার গায়ে পড়ে,,তাই প্রচন্ড
বিরক্তি নিয়ে আমি উঠে ওয়াস রুমে
যাই,,ওয়াস রুমের দরজা খোলা রেখেই
আমি বেসিনের ট্যাপ ছেড়ে মুখ ধুতে
থাকি।দুইবার মুখে পানির ঝাপটা
দিয়ে আমি যখন আয়নায় তাকাই,,আমি
যা দেখি তা দেখার জন্য আমি মোটেও
প্রস্তুত ছিলাম না।আমারই মত একটা
মুখ,কিন্ত প্রচন্ড ভয়ানক,,মুখ থেকে
পচা মাংস খসে খসে পড়তেছে।এক
বিভস্য হাসি তার মুখে যা দেখে। আমি
আর সহ্য করতে পারিনি।প্রচন্ড এক
চিৎকার করে সেন্স হারাই পরদিন
সকাল ১১টায় আমি জেগে উঠি,,মাথায়
বেশ বেথা অনুভব করি,হাত দিয়ে
দেখি ব্যানেজ করা,,আম্মার কাছে
জানতে চাইলে বলে রাতে আমি
চিৎকার করায় তারা এসে দেখে আমি
ওয়াস রুমের ফ্লোরে পড়ে আছি,মাথা
ফেটে রক্ত বের হচ্ছে।তারপর আমার
কাছে রাতের কথা জানতে চাইলে আমি
সব তাদের খুলে বলি,প্রচন্ড জড় হয়
আমার একজন হুজুরের কাছে নিয়ে
যাওয়া হলে,তিনি সব সুনে শুধু এটাই
বলেন তোমার মায়ের দোয়া ই তোমাকে
বাসায় নিয়ে আসতে পেরেছে.........।
সমাপ্ত।

Writer : MD Rabbi Hasan
Phulbari,Dinajpur,Bangladesh
Artistic : Bangla
Thank you
Contact Me on Email & facebook
Email : rabbihassan210@gmail.com
facebook : fb.com/Me.RabbiHassan

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry