ঐতিহ্য আভিজাত্য আর নান্দনিকতায় কাঁসা পিতলের ব্যবহার হয়ে আসছে সেই পালবংশের রাজত্বকাল থেকে। রাজা গৌড় গোবিন্দের শাসনামলে ভারতের কংশ বণিকদের মাধ্যমে বাংলাদেশে কাঁসা শিল্পের আবির্ভাব ঘটে। কংশ বণিকরাই এ শিল্পের স্রষ্টা। হিন্দুদের বিয়েশাদি এবং পূজা-পার্বণে কাঁসার ব্যবহারকে পূত-পবিত্র বলে বিশ্বাস করা হয়ে থাকে। তামা, কাঁসা – পিতলের ব্যাবহারের উপকারিতা * কাঁসার/তামার পাত্রে পানি পান করলে অতিরিক্ত চর্বি ঝরাতে সাহায্য করে। * নিয়মিত কাঁসার পাত্রে পানি পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। * হজমের সমস্যা দূর হয়। * জন্ডিস, ডায়রিয়া ইত্যাদি রোগের ব্যাকটেরিয়া দূর হয়। * হাঁটুর ব্যথা এবং বাতের সমস্যা অনেক কমে যায়। * কাঁসার মধ্যে এন্টিঅক্সিডেণ্ট এর গুণাবলী পাওয়া যায় যা ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে।

image
image
+40
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry