Translate   5 years ago

#Collected

১- যে সকলের বন্ধু, সে আসলে কারোরই বন্ধু না। সে একজন অতি চালাক!

২- ঈর্ষা/ হিংসা খুবই মানবীয় একটা অনুভূতি, কমবেশি সবারই আছে(স্বীকার করুন, বা না-ই করুন)। কিন্তু তার বশে আপনি যদি কারো ক্ষতি করার চেষ্টা করেন/ ক্ষতি করেন, সেটা একটা অমানবিক ব্যাপার এবং গুরুতর অপরাধ।
আর, মজার ব্যাপার হচ্ছে ধ্বংসাত্মক হিংসা/
'জেলাসি, দ্য গ্রিন -আইড মনস্টার' / 'হিংসা' বলেন আর 'ঈর্ষাই' বলেন, প্রেমের মত একেও লুকিয়ে রাখা যায়না। কোন না কোনভাবে বেরিয়ে পড়বেই।

৩- জীবন গতিশীল - সে লোকাল বাসের মত এবড়োথেবড়ো, ধাক্কা গুতো খেয়ে হলেও চলতে থাকবে। মাঝেমাঝে স্টার্ট বন্ধও হয়ে যেতে পারে, তবে দুইচারটা বাড়ি দিলে, কী পেছন থেকে রামধাক্কা খেলে, 'চলছে গাড়ী, যাত্রাবাড়ী ' স্টাইলে আবার গড়গড়িয়ে চলতে শুরু করবে।

৪- যে মুহুর্তে আপনি কারো অকারণ রাগ,ক্ষোভ, জিদের বলি হয়ে জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে উঠতে চাইবেন, ঠিক তার পরমুহুর্তেই হয়তো 'মেঘ না চাইতেই বৃষ্টির মত' ভালোবাসা, মমতা, স্নেহ ও করুণার কয়েকটি হাত ঠিকই আপনার হাত ছুঁয়ে যাবে।

৫- 'আপনি হন একজন গুরুত্বপূর্ন ব্যক্তি'- নিজেকে বোঝান, নিজেকে ভালোবাসুন, কাজ করে যেতে থাকুন। আপনার কাজই আপনাকে মূল্যায়ন করবে, আজ না হোক, কাল- কাল না হোক, পরশু, না হয় অন্য কোনদিন।
সো চিয়ার্স!

পুনশ্চঃ তবে কাজ না করে/ কম করে ধান্ধা
বাজি করবেন না/ এতো বেশি শর্টকাট খুঁজবেন না। আজ হোক, কাল হোক, ধরা কিন্তু খাবেনই।
সো, অসাধু, সাবধান!

  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry