Translate   5 years ago

Sex নিয়ে এসব তথ্য আগে জানা ছিল ?
লাইফস্টাইল
November 20, 2018 News Desk2968Leave A Comment On Sex নিয়ে এসব তথ্য আগে জানা ছিল ?
উপরের প্রশ্নের উত্তর না হলে ৷ আপনাকে এই প্রতিবেদন অবশ্যই পড়তে হবে ৷ কারণ, যৌনতা নিয়ে আমাদের মনে নানারকম প্রশ্ন রয়েছে ৷ যার উত্তর কিনা সব সময় আমরা সঠিকভাবে পাই না ৷ বরং নানা ম্যাগাজিন ঘেঁটে অনেক সময়ই ভুল তথ্য হাতে চলে আসে ৷

সঙ্গমে লিপ্ত হওয়ার আগে বীর্যপতন

এই সমস্যার সম্মুক্ষীণ কিন্তু অনেকেই হয়ে থাকে ৷ সঙ্গমের কথা ভেবেই অনেকেরই বীর্য পতন ঘটে যায় ৷ আর এরপরই সঙ্গমে লিপ্ত হওয়া থেকে বিরত হয়ে যান অনেকে ৷ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই ৷ অনীহারও প্রয়োজন নেই ৷ এটা একেবারেই স্বাভাবিক ৷ বরং, একটু সময় নিয়ে, সঙ্গমের জন্য তৈরি হন ৷

সঙ্গমের পরেই প্রসাব জরুরি

এতে বাধ্যবাধকতা নেই ৷ তবে প্রকৃতির এমনই নিয়ম যে সঙ্গমের পর প্রসাব করার ইচ্ছে জাগবে ৷ যদি না জাগে, তাহলে ভয় পাওয়ার কোনও দরকার নেই ৷ এটা একেবারেই স্বাভাবিক প্রবৃত্তি ৷

বার বার ‘পজিশন’ বদল

অনেকেই মনে করেন, নানা পজিশনে সঙ্গমে লিপ্ত হলেও সুখ আসবে ৷ কিন্তু এ ব্যাপারটা একেবারেই ব্যক্তিগত ৷ যারা নানান পোজে অভ্যস্ত, তারা এটা করতে পারেন ৷ বিশেষজ্ঞরা বলছেন, কমফোর্টটাই আসল ৷ তাই আপনার যে পোজে সুখ আসবে, সেটাই করুন ৷

কন্ডোম পরার পরই লিঙ্গ শিথল হয়ে পড়ে

সঙ্গমে লিপ্ত হওয়ার সময়, বিশেষ করে ফোরপ্লে-র সময় লিঙ্গ যতটা সুদৃঢ় থাকে ৷ কন্ডোম পরার পর তা কিছুটা হলেও শিথিল হয় ৷ এই ধরণের সমস্যা কিন্তু অনেকেই ভোগ করেন ৷ বিশেষজ্ঞরা বলছেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই ৷ কন্ডোম পরার সময় যেহেতু আমরা সচতেন হয়ে পড়ি, সেক্ষেত্রে এরকম ঘটে ৷ কিন্তু ফের সঙ্গমে মন দিলে সব আগের মতোই ঘটতে থাকবে ৷ এক্ষেত্রে ফোরপ্লের সময়টা বাড়িয়ে দিন ৷

দুটো কন্ডোম একসঙ্গে পরলে সুরক্ষা বেশি হয়

এই ধারণা একদমই ঠিক নয় ৷ কারণ, সুরক্ষার কথা মাথায় রেখেই কোম্পানিরা কন্ডোম প্রস্তুত করে ৷ তাই দুটো কন্ডোম একসঙ্গে ব্যবহার মোটেই উচিত নয় ৷ বরং এতে হিতে বিপরীত হতে পারে ৷

সঙ্গমের কিছুক্ষণ আগে হস্তমৈথুন করা ভালো

এটি একটি ভ্রান্ত ধারণা ৷

image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry