যে দেশে আমাদের নিজেদের বা রাষ্ট্রীয় সম্পদ কে সংরক্ষণ করতে পারি না যে কোনো ইস্যু তে জ্বালিয়ে পুরিয়ে বা ভেঙ্গে গুড়িয়ে দেই সেই দেশ আর যাই হোক উন্নত হতে পারে না। আর ভাঙচুর যদি হয় পলিটিকাল ইস্যু তে তাইলে তো কোনো কথাই নাই। রাষ্ট্রীয় সম্পদ এর কথা না হয় বাদ দিলাম কারন রাষ্ট্রীয় কোষাগারে সম্পদের অভাব নেই কিন্তু সাধারণ মানুষের ক্ষতি করে পলিটিকাল দল গুলো কি জানান দিতে চায়? যে কোনো ইস্যু তে আমরা রাস্তায় নেমে পড়ি নিজেদের মতো করে দাবী সাজিয়ে রাস্তায় বসে যাই? মঘের মুল্লক নাকি যে যাই ইচ্ছে তাই করে যাব? কেও যেন দেখার নাই বা দেখলেও সবাই চোখ বন্ধ করে থাকে যার যার বেক্তিগত স্বার্থে। এই ভাবে চলতে থাকলে সময় এগবে কিন্তু আমরা পিছিয়ে পড়ব যুগের পর যুগ। রাজনীতি টা যেভাবে বিজনেস পর্যায় এ এগোচ্ছে তাতে করে কয়েকদিন পরে শোনা যাবে বিসিএস চাকুরি প্রার্থীর চাইতে এম পি নমিনেশন প্রত্যাশীর সংখা বেশি। কেনো দৌড়বে না এমপি হবার দৌরে? এটা যে আঙ্গুল ফুলে কলাগাছ হবার মেশিন। আমরাই রাজনৈতিক লিডার দের এই অবস্থানে এনেছি.........আমরাই রাজনীতি কে বিজনেস লেভেল এ নিয়ে গেছি। আমরা আগামিতে দেশের বাহিরে ২য় হোম তৈরি করতে পারব কিন্তু দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব না পারব না উন্নত সাড়ির কাতারে দেখতে। গলা ফাটিয়ে মাইক কাপিয়ে ভাষণ দেওয়া টাই যেন আমাদের মুল লক্ষ।
মাতসুয়ে, শিমানে, জাপান

image

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন