আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি
আমি অনাহত একজন, অনেক দোষেতে দোষী
আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো
কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশী
আমায় সাজা দিও যত খুশী ।
ভেব না হঠাত্ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব
দুর থেকে শুধু চোখের জলেতে মার রাঙা পা ধুয়ে দেব ।
শুধু আরতি যখন করবে, মা’র পূজাদীপ তুলে ধরবে
আমাকে দেখতে দিয়ো মায়ের একটু হাসি ।
কন্ঠঃ মান্না দে
সুরঃ মৃণাল বন্দ্যোপাধ্যায়
Redoy Mia
Удалить комментарий
Вы уверены, что хотите удалить этот комментарий?