আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে
সাত সাগর আর তের নদীর পারে
ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা
দেখে এলেম তারে
সাত সাগরের পারে।।
সে এক রূপ কথারই দেশ
ফাগুন সেথা হয়না কভু শেষ
তারারই ফুল পাপড়ি ঝড়ায়
সেথায় পথের ধারে।।
সে রূপ কথারই দেশে
যে রঙ আমি কুড়িয়ে পেলেম প্রাণে
সুর হয়ে তাই ঝড়ে আমার গানে।
তাই খুশির সীমা নাই
বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই
জানিনা আজ হৃদয় কোথায়
হারায় বারে বারে।।
শ্যামল মিত্র।
ANWAR HOSSAIN
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Redoy Mia
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?