আমার মন তো বসে না গৃহ কাজে
সজনি গো
অন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।।
সজনি গো….
কি করিব কোথা যাব
এ দুঃখ কারে জানাবো
মন মেলে তো মানুষ মেলে না ।।
ওরে কারো কথা কেউ শোনে না গো
হায়রে কারো কথা কেউ শোনে না
যার যেভাবে বোঝে
অন্তরে বৈরাগীর লাওয়া বাজে
সজনী গো…..
লাওয়া তিন তারে টানা
মধ্যের তারে আনাগোনা
প্রেম রসে মধুরও ঝংকারে ।।
আমি মধুরে বঞ্চিত হইলাম ভব রসে মজে
অন্তরে বৈরাগীর লাওয়া বাজে
আমার মন তো বসে না গৃহ কাজে
সজনি গো
অন্তরে বৈরেগীর লাওয়া বাজে ।।
সুরকারঃ সুবল দাশ
গীতিকারঃ মনিরুজ্জামান মনির / মাসুদ করিম
ismam jihan
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?
Redoy Mia
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?