মানুষের সাথে মানুষের সম্পর্ক গুলো *অদ্ভুত* ....
কারো চোখে একবার যদি কেউ খারাপ হয়ে যায়,
যদি তার কোন দুর্বলতা বা দোষ প্রকাশ পেয়ে যায়, এরপর সে যত ভালই হয়ে যাক না, *মানুষ তাকে ক্ষমা করতে পারে না,*
পারে না তাকে আর আগের মত ভাল ভাবতে।
সম্পর্কগুলো যদি কখনো একবার ভেঙ্গে যায়, আর কখনও জোড়া লাগে না।
যদি কিছুটা লাগেও, ক্ষত থেকেই যায়।
যে ক্ষত থেকে রক্তক্ষরণ হয় বারবার।
মানুষের. সাথে তাঁর *রবের* সম্পর্কটা *আরও অদ্ভুত।*
এখানেও বারবার সম্পর্ক ভাঙ্গে।
কিন্তু সেটা প্রতিবারই হয় *একতরফা* ।
মানুষই ভেঙ্গে দেয় এমন সম্পর্ক।
সেই সরে যায় তাঁর রবের কাছ থেকে। *কিন্তু রব্বে করিম সরেন না এক ইঞ্চিও।*
আবার এই মানুষই ফিরে আসে। বারবার।
রহমান তাঁকে কাছে টেনে নেন। প্রতিবার।
*কখনও পুরনো কথা মনে করিয়ে খোটা দেন না তিনি*
। কখনও তাঁর দরজা এই বিশ্বাসঘাতক বান্দার জন্য বন্ধও করেন না।
--------
বড়ই অদ্ভুত বান্দার আচরণ! ❗
*সে পারে এমন দয়াময় প্রতিপালককে ভুলে যেতে*
, সে পারে এমনই মধুর সম্পর্ককে ভুলে হাজারো তিক্ততায় ঘেরা সম্পর্কগুলোর ভেতর নিজেকে ডুবিয়ে দিতে।
কিন্তু এই বান্দার রব! এমন অকৃতজ্ঞকেও *বারবার* ডাকতে থাকেন, পরম মমতায় -
" *আছে কেউ ক্ষমা প্রার্থী! আমি তাঁকে ক্ষমা করে দিব"*
#collected
Sabiqunnahar
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD Shamim Khan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
MD Zahidul Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Md Romat
Delete Comment
Are you sure that you want to delete this comment ?