- নদীর জলে কাগজের নৌকা ভাসাও কেনো? 
- জলের ভেতর মিশে একাকার হয়ে যাবে তাই। 
-রাতের আকাশে কি খুঁজো? 
- তোমাকে খুঁজি। তোমার নি:শ্বাস খুঁজি,গায়ে মাখবো যত্ন করে। 
- সাদা মেঘের ভেলায় হারাতে চাও কেনো? 
- আমি তো মেঘের বাড়ি বাস করি,মেঘের ভেতর চুপটি করে বসে থাকি। 
- চুপ করে বসে থাকো কেনো? 
- বৃষ্টি হয়ে ঝরবো তোমার উপর। বৃষ্টির সমুদ্রে ডুবে যাওয়ার জন্য অপেক্ষা করি। 
- ডুবে গেলে কি আর ফেরত আসবে এই মাটির পৃথিবীতে? 
- আসবো,জন্মান্তরের রুপে। একরাশ কাশফুলের উড়ো প্রেম হয়ে ছুঁয়ে যাবো তোমায়। 
- কাশফুল কেনো হতে চাও? 
- কাশফুলের মতো আলতো শিহরণে তোমায় ছুঁতে চাই।