আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।
উজানে ভাসাইলাম নাও
ভাটি কোথাও নাই
আমি আমার ছিলাম নাকি
তুমি কোথাও না ।।
পীরিতে সাজায়েছি রঙ
বাসরে বাঁশি
সুরে সুরে সুরমালা
ভিতরে ফাঁকি ।।
আগে যদি জানতাম রে বন্ধু
তুমি হইবা পর
ছাড়িতাম কি বাড়ি আমার
ছাড়িতাম না ঘর ।।
চলচ্চিত্র : মনপুরা
কথা ও সুর: কৃষ্ণকলি ইসলাম।
কন্ঠ : মমতাজ ও কৃষ্ণকলি ইসলাম।
Redoy Mia
Eliminar comentario
¿ Seguro que deseas eliminar esté comentario ?