গার্ল ফ্রেন্ড বা প্রেমিকাকে ৪ টি দলে বিভক্ত করা যায়।যথা:

১ম দল:-
- বাবুউউউ.. তুমি এখনো ঘুমাইতেছ? আজ না আমাদের ডেটিং আছে? ভুইলা গ্যাছো? কি বল্লা! রাতে দেরিতে ঘুমাইছো? ক্যান,কোন মাইয়ার সাথে চ্যাটিং করসো শুনি? চুপ করো,তোমার আইডির নিউ পাসওয়ার্ড টা দাও।আমি দেখবো।কিহ দিবানা? ওকে, ব্রেকাপ.. আর কথা নাই।ওহ এইটা নিউ পাসওয়ার্ড! থ্যাঙ্ক য়ু বাবুউউউ,ইউ আর সো ছুইত,সো কিউট! আমার বাবুটা! আর্লি উঠে রেডি হও তো জানু।কুইক আসবা,বাই...
.
২য় দল:-
- হ্যালো আসসালামু আলাইকুম।এই তুমি এখনো ঘুমাচ্ছো? তাড়াতাড়ি উঠে পড়ো, নামাজ পড়ে নাও প্লিজ।কি বলছ,রাতে ঘুমাতে দেরি হইছে? ইস! তোমাকে এতবার বললাম তাড়াতাড়ি ঘুমাবা সকালে উঠে নামাজ পড়বা।তবুও.. আচ্ছা এখন লক্ষী ছেলের মত উঠে নামাজ পড়ো তো।ঘুম হয়নি? আহা! নামাজ পড়ে আবার ঘুমাইও।কিন্তু প্লিজ এখন ওঠ। আর আজ আমাদের দেখা করার কথা ছিলো।তোমার শরীর খারাপ থাকলে আজ দেখা করতে হবেনা।কিন্তু প্লিজ এখন নামাজ পড়ে তারপর আবার ঘুমাও।ওঠো,ওঠো..
.
৩য় দল:-
- ওই গুড মর্নিং! কিরে হারামজাদা এখনো ঘুমাইতাছোস? উঠ কইলাম।আরে বাবা ৯ টায় ক্লাস।তাড়াতাড়ি উঠ আর চলে আয়।তোর এসাইনমেন্ট একদম রেডি।আজকে কিন্তু ফুসকা খাওয়াবি কইলাম।কুত্তা,বেশি কথা বলবি না.. ওঠ নয়ত গিয়া পানি ঢালবো তোর গায়ে..
.
৪র্থ দল:-
উপরের ৩ দলের বাইরের সব প্রেমিকাই এই দলের অন্তর্ভুক্ত। এদের কারো কারো মাঝে আবার উপরের যেকোনো দুইটি দলের, আবার কারো ক্ষেত্রে ৩ টি দলের বৈশিষ্ট্য ই দেখা যায়।সারাদেশে এদের সংখ্যাই বেশি!

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন