Anowar Masud Добавлены новые фотографии в স্বাস্থ্য বার্তা.....
перевести   5 лет назад

শীতে ত্বকের সমস্যা প্রতিরোধের উপায় :-


শীতে ত্বক শুকিয়ে রুক্ষ হয়ে যায়। বাতাসের আর্দ্রতা কমে যাবার কারণে প্রকৃতির আর সব কিছুর মতো ত্বকের জলীয় অংশ উড়ে বাতাসে মিশে যায়।
এ সময় ত্বক ফাটা রোগ হয় অনেকের। ত্বক ফাটা প্রতিরোধে সবার আগে করণীয় হলো ত্বককে ভেজা রাখা। ভেসলিন ইমোলিয়েন্ট বা ময়েশ্চারাইজার দিয়ে ত্বককে ভেজা ও তেলতেলে করে রাখতে হবে, যাতে সে ত্বকের জলীয় অংশ ধরে রাখতে পারে।
এই সময়ে স্ক্যাবিস বা খুজলির প্রকোপও বাড়ে । স্ক্যাবিস প্রতিরোধে একমাত্র করণীয় হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। বিছানার চাদর, বালিশ , কম্বল, লেপ ধুয়ে কড়া রোদে শুকিয়ে নেবেন শীতের শুরুতেই।
বাচ্চাদের ত্বকের যত্নে চাই বিশেষ ব্যবস্থা। লোশন, ভ্যাসলিন ব্যবহার করবেন। গরম কাপড়ের সঙ্গে মাফলার, কানটুপি এসব যেন থাকে, সেদিকে খেয়াল রাখবেন।

image
  • Мне нравится
  • Люблю
  • HaHa
  • WoW
  • Грустный
  • Сердитый