ফ্রীলান্সিং নামে চলছে প্রতারণা (সাবধান)


বন্ধুরা আজ আমি আপনাদের যে বিষয়টি বলবো সেটা বর্তমান ভাইরাল একটা বিষয়। আর এজন্য ফ্রিলান্সিং এর উপর অনেকের বিশ্বাস উঠে যাচ্ছে। এর জন্য সাধারণ মানুষের কোন দোষ নেই আবার বলতে গেলে তারাও দোষের ভাগিদার। আমি বিস্তারিত আলোচনা করবো। আমাদের সাথেই থাকুন।
মানুষের চাহিদার শেষ নেই কিন্তু প্রয়োজন মিটাতে যেখানে মানুষ হিমসিম খাচ্ছে সেখানে শখের কথাতো মানুষ ভুলেই গেছেন।

বর্তমান বাজারে চাকুরি পাওয়াটা খুবি কষ্টের। আবার যাও একটা চাকুরি পাওয়া যায় সেটা দিয়ে নিজের প্রয়োজন ও মেটানো যায় না। আর স্বাধীনতার কথা তো ভুলে যেতে হয়। তাহলে বুঝতেই পারছেন মানুষ কতটা অসহায়।

এই অসহায় মানুষগুলো যখন ইন্টারনেটে নতুন কোন কর্ম সংস্থানের কথা ভাবে তখন সবচেয়ে বড় বাধা হলো জ্ঞান। সেই বিষয়ে তার ধারণা নেই। তাইতো জেনে না জেনে যেখানেই শোনে ফ্রীলান্সিংএর ট্রেনিং করানো হবে। মানুষ সেখানে ঝাপিয়ে পড়ে। আর এই সুযোগটাই কাজে লাগায় প্রতারক চক্র। যারা অনলাইন থেকে একটি টাকাও ইনকাম করেনি কিন্তু সস্তায় মানুষকে ফ্রীলান্সিং শেখায়। এর পরেই তাদের প্রতারণা ধরাপরে।

আপনার নলেজ না থাকার কারণে কিভাবে প্রতারিত হনঃ

আপনাকে ফ্রীল্যান্সিং নামে এমন কিছু প্রশিক্ষন দেবে।..................
https://infostoreyt.blogspot.c....om/2021/11/blog-post

  • Beğen
  • Aşk
  • HaHa
  • Vay
  • Üzgün
  • kızgın