সকলের কাছে আকুল আবেদন।
আসুন এই শীতে গ্রাম থেকে শহরে ফুটপাত, রেলস্টেশন, বাসস্ট্যান্ড, বস্তিতে অবস্থান করা হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। দিকে তাকালেই অনুভব করা যায় তাদের কষ্ট ও যন্ত্রণা।মানুষের পাশে দাঁড়ানো মানবতার ধর্ম। আমাদের চারপাশে যেসব অসহায় মানুষ রয়েছে, তাদের অনেকেরই শীত নিবারণ করার মতো গরম কাপড় কেনার সামর্থ্য নেই। আমরা সামর্থ্যবানরা ইচ্ছা করলেই পারি এই অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। আমরা যদি প্রত্যেকে অন্তত একজনের পাশে দাঁড়াই, তাহলে দশজন দশজনের পাশে দাঁড়ানো হবে। আবার গরিব অসহায়দেরকে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহযোগিতা করা হয়, কিন্তু এসব সহযোগিতার মধ্যে স্বজনপ্রীতি উপস্থিত কিংবা সহযোগিতায় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডও ঘটতে দেখা যায়, যা খুবই দুঃখজনক।যদিও বিভিন্ন ধরনের সংগঠন কিংবা মানবিক সংস্থা কর্তৃক গরিব–অসহায়দের পাশে দাঁড়াতে দেখা যায়, কিন্তু এ ব্যাপারে যদি আমাদের সমাজের বিত্তবানেরা এগিয়ে আসেন, তাহলে এসব মানুষের মুখে হাসি ফোটানো খুবই সহজ হবে।একজন মানুষের জীবন তখনই সার্থক হয়, যখন সে মানবসেবায় নিজেকে বিলিয়ে দেয়। তাই অসহায় শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি অনুরোধ করছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ বিচারের দিন বলবেন- হে আদম সন্তান, আমি পীড়িত ছিলাম; তুমি আমার সেবা করোনি; আমি ক্ষুধার্ত ছিলাম তুমি আমাকে আহার্য দাওনি; আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমাকে পানি পান করাওনি। তখন বান্দা বলবে- ইয়া রব! আপনি সব কিছুর মালিক। আপনি কিভাবে পীড়িত হয়েছিলেন, কিভাবে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়েছিলেন? আর আমি আপনার বান্দা কিভাবে আপনার সেবা করব, খাদ্যপানীয় দেবো? আপনিই তো সমগ্র সৃষ্টিজগতের প্রতিপালক। তখন আল্লাহ বলবেন, আমার অমুক বান্দা পীড়িত হয়েছিল। তুমি তার সেবা করোনি, আমার অমুক বান্দা ক্ষুধায় কাতর হয়ে তোমার কাছে আহার্য চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি। আমার অমুক বান্দা তৃষ্ণার্ত ছিল, তুমি তাকে পানি দাওনি। যদি তুমি সেই পীড়িতের সেবা করতে, ক্ষুধার্তকে আহার দিতে ও তৃষ্ণার্তকে পানি দিয়ে সাহায্য করতে তাহলেই আমাকে সেবা করা, আহার্য দেওয়া ও পানি পান করানো হতো।
Food for the body is not enough. There must be food for the soul.

image
image
image
  • Like
  • Love
  • HaHa
  • WoW
  • Sad
  • Angry