আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা
কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা।।
পোড়া অঙ্গা জুড়াইতে আইলাম তোদের পাড়া
মনের আগুন জ্বলছে দেখি ‘চন্দ্রার’ লারা ঝারা।
ব্রজপুরের নারী যারা তারার আছে এমনি ধারা
ভাইবে রাধারমণ বলে আমি তোমার প্রেমের মরা।

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন