একটি রাতের গল্পে হলেও
যদি তুমি কাছে আসতে,
এক শ্রাবণের কান্না হয়ে
যদি তুমি আমার চোখে ঝরতে,
তবে কিইবা এমন হত ?
বাড়ত না হয় বুকের ক্ষত!
তবু আমি কি আর পিছপা হতাম,
ভালোবাসার নীল বেদনায় একাই না হয় পুড়তাম।
জিবনেরই হিসেব যত, শূণ্যে আমি মিলিয়ে নিতাম,
সহজ জয়ের বাজিটাও অবলীলায় হেরে যেতাম।
আজ এক শ্রাবণের রাতে আমি লিখে দিলাম,
এক জিবনের বেদনাতে যেই তোমারে কিনে নিলাম,
সেই আমি কি তোমার কাছে কিচ্ছু ছিলাম?

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন