☞তার তরেই এবাদত কর, যে তোমাকে
সৃষ্টি করেছেন...!
☞তাকেই মনে প্রাণে সম্মান কর, যে
সম্মানের উপযুক্ত...!
☞তাকেই তুমি ভালোবাসো, যে তোমার
ভালোবাসার মর্যাদা দিতে জানে....!
☞তাদের সাথে বন্ধুত্ব কর, যে মানুষ গুলো
বিপদে তোমাকে বুকে টেনে নেয়...!
☞তাকেই তুমি জীবনসঙ্গী কর, যে স্বামীর
জন্য নিজের ইজ্জত হেফাজত করে...!
☞তাকেই সাহায্যকর, যারা অনাহারে
অর্ধাহারে দিননিপাত করে...!
☞তাকেই ঋণ প্রদান কর, যে কথা মতো
তোমার ঋন পরিশোধ করে...!
☞সে রোজগারে মনোনিবেশ কর, যে
রোজগারে হারামের স্পর্শ নেই...!
☞তাদের কথাই মাথা পেতে নাও, যারা
তোমার জম্ম দেওয়া থেকে আজ অব্দি
ভালোবাসে...!
☞তাদের থেকে দূরে থাকো, যারা অন্যের
বদনাম তোমার কাছে বলে...!
☞তাদেরকে তুমি মনে প্রাণে ঘৃণা কর,
যার দেশদ্রোহী কাজে লিপ্ত...!
☞তাদের সঙ্গ তুমি ত্যাগ কর, যারা নেশা
দ্রব্যের সাথে যুক্ত...!
☞সেই জ্ঞান অর্জন কর, যে জ্ঞান
ইসলামের কথা বলে...!
☞তাকে তুমি ভুলে যেও না যে, তোমার
দোষ -ত্রুটি অন্য জনের কাছে গোপন
রাখে...!
☞তাদের সাথে উঠাবসা কর, যারা
তোমার থেকে জ্ঞানে ঊর্ধ্বে...!

সহজ এফিলিয়েট

ঘরে বসে সহজ আয়

ফেসবুক চালাতে পারলেই আয় করতে পারবেন

এখনি শুরু করুন