★★একজন ভাল মায়ের কোন বিকল্প নেই★★
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কোন ছেলে বখাটে হয়ে জন্মায় না, নগ্নতা তাকে বখাটে করে তোলে। কোন মেয়ে নগ্নতা পছন্দ করে না; পরিবেশ তাকে নগ্নতা শিক্ষা দেয়। আর পরিবেশ তৈরী হয় মায়েদের মাধ্যমে।
মায়ের শিক্ষা-ই সন্তানের জন্য আসল শিক্ষা। মা যদি ভাল (আদর্শবান) ও সুশিক্ষিত হয়, তবে সন্তান নিঃসন্দেহে তেমনি হবে। তাই সমাজকে ভাল করতে হলে সমাজের প্রতিটি মাকে ভাল মা হতে হবে।
আধূনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি (ধর্মীয়) শিক্ষা অর্জন ব্যাতিত এ যুগের মেয়েরা ভাল হওয়া প্রায় অসম্ভব। যতদিন মায়েরা ভাল না হবে, ততদিনে আদর্শবান মেয়ে তৈরী হবেনা! আর আদর্শবান মেয়ে তৈরী না হলে এ সমাজ নগ্নতা মুক্ত হবেনা।