স্যারঃ তিতলী কোন দেশীয় শব্দ?
বল্টুঃ মানি না, মানবো না।
স্যারঃ কি হলো না মানার, স্যার তিতলী একটি পাকিস্তানি শব্দ, আই হ্যাট পাকিস্তান। পাকিস্তানি কিছু বাংলাদেশে এসেই হারবে, আর তা আবার ও প্রমাণিত। তিতলী ভারতে আঘাত হেনে ১০ জনকে মেরে দিয়েছে আর আমাদের কিছুই হয়নি।
স্যারঃ এ ব্যাপার, তাহলে কি নাম হলে ভালো হতো?
বল্টুঃ স্যার, কেন তিথী আর বিথী, আমার X Gf বলে কথা।
স্যারঃ বেহুশ।