যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভিষন যন্ত্রনা।
আপন মন হই যদি মনের মতন, ......
মনে মন করে আকর্ষন
সে মনে আর ঘুনে ধরে না, রে মন ধরে না
সেই মনে আর ঘুনে ধরে না।
ভাল লাগলে ভালবেসে
কাছে বসে মুচকি হাসে
তাড়ায়াদিলেও সরে না রে মন সরেনা
এই যে ভিষণ যন্ত্রনা।
বেহায়া মনা সামসুল হকে
আষাঢ় মশাল জেলে বুকে।
অন্ত্রে যন্ত্রে করে সাধনা, রে মন মিলে না,
অন্ত্রে যন্ত্রে করে সাধনা।
মন চুরা হালিমশা, নিদয়া নিঠুর পাষান
আখি জলে মন টলেনা, রে মন টলেনা।
এই যে ভিষন যন্ত্রনা।
যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে,
জোর করে মন হরন করোনা ওরে ছলনা
এই যে ভিষন যন্ত্রনা।
বেহায়া মনটা লয়া
আমি তোমারে ভালবাসিয়া
আইজ আমার ঘটিল জনজাল।
Md Sijan Ahammed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Al-Masud Roni
Delete Comment
Are you sure that you want to delete this comment ?