আলো জ্বালিয়ে আদরের গোপন কথা
জানেনা হেমন্তকাল,
খেলা শেষ হলে আলো নিভে যায়
সংগীতের তালে মনে তারা দেয় প্রার্থনার আহ্বান।
ভালো থেকো বললেই ভালো থাকেনা মেঘের দল
হাওয়ার ঝাপটায় মুর্ছা যায় প্রজাপতিরা
ঘনিয়ে আসে প্রার্থনার সময়।
সুসংবাদ নিয়ে যারা আসে তারা হয়ে যায়
হলদেটে সবুজ ফুলের বাগান
ঘাসফড়িং এর দল স্নান সেরে আসলেই
শুরু হবে ভোজসভা
প্রার্থনার সময় পেরিয়ে যায়।
নজরুল ফরাজী
০২.১০.২০১৮