আমি খুব ভালো ছেলে না...।
কিন্তূ সবসময় সত্য বলার চেষ্টা করি...।
নিজেকে একটুও Control করতে পারি না...।
সবসময়ই শয়তানী, ফাজলামি করতে ভালোবাসি...।
যখন মন খুব খারাপ থাকে তখন গান গাইতে ভালোলাগে...।
গলা ছেড়ে গান গাইতে অনেক ভালোলাগে...।
বৃষ্টি ভালোবাসি, রোদ শেষে...।
আকাশ ভালোবাসি, মেঘলা থাকলে...।
সেই মানুষকেই ভালোবাসি, যার সুন্দর মন...।
খেলা-ধুলা বেশি করি না...।
পড়াশোনা তো একদমই করি না...।