janataralo.com Cover Image
janataralo.com Profile Picture
janataralo.com
@janataralo
Categoría
Noticias y Política
Traducciones   3 años

রাজধানীর বাড্ডার আফতাব নগরে জয়নাল নামের এক যুবকের লাশ উদ্ধার।

রাজধানীর বাড্ডার আফতাব নগরে জয়নাল নামের এক যুবকের লাশ উদ্ধার। সকাল আনুমানিক ৭:৩০ মিনিটের সময় জাতীয় সেবা ৯৯৯ এর ফোন পেয়ে বাড্ডা থানা পুলিশ আফতাব নগর জহুরুল ইসলাম সিটির ই ব্লকের ৮ নং সড়কে গলাকাটা ও পেটের ভুড়ি বের হওয়া অজ্ঞাতনামা ঐ যুবকের লাশ দেখতে পায়।

মৃত ব্যক্তির পরিচয় সনাক্তের জন্য ঘটস্থলে পিবি আইএর একটি চৌকস টিমের সহায়তায় প্রযুক্তির মাধ্যমে লাশের জাতীয় পরিচয় পত্র বের করে লাশটির পরিচয় জানা যায়।

মৃত ব্যক্তির নাম মোঃ জয়নাল মিয়া তার দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বাসিন্দা তার পিতার নাম মোঃ আদিল মিয়া মাতার নাম রেনু আক্তার।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাড্ডা থানায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বিস্তারিত আসছে পত্রিকায়..........

image
  • Me gusta
  • Amor
  • HaHa
  • WoW
  • Triste
  • Enojado
Traducciones   3 años

'ফ্রী-ল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ' এর উদ্যোগে ও 'মিরপুর প্রেসক্লাব' এর আয়োজনে ''উন্নয়ন সাংবাদিকতা"র উপর প্রশিক্ষণ শেষে আজ সার্টিফিকেট হাতে পেলাম।

সার্টিফিকেট হাতে তুলে দিলেন, ময়মনসিংহ কৃষি বিদ্যালয় এর ড. এম এ রহিম, দৈনিক 'পৃথিবী প্রতিদিন' এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পলাশ, 'ফ্রী-ল্যান্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ' এর প্রেসিডেন্ট, গোলাম কাদের ও 'বাংলাদেশ প্রতিদিন' এর সিনিয়র রিপোর্টার, সাঈদুর রহমান রিমন ও 'দেশ নিউজ টিভি'র চেয়ারম্যান মীর আখতারুজ্জামান তারেক সহ অনেকে।

image
  • Me gusta
  • Amor
  • HaHa
  • WoW
  • Triste
  • Enojado
Traducciones   3 años

প্রতিটি এলাকায় রয়েছে রাজনৈতিক নামধারী দাপট শীল এলাকার মুকুটবিহীন উশৃংখল কিছু রাজা।

লেখক: মোঃ প্রান্ত পারভেজ তালুকদার : আমি মনে করি প্রতিটি এলাকায় রয়েছে রাজনৈতিক নামধারী দাপট শীল এলাকার মুকুটবিহীন উশৃংখল কিছু রাজা।যাদেরকে ধরে আইনের আওতায় আনলেই প্রতিটি এলাকা শান্তি এবং দুর্নীতিমুক্ত হবে বলে মনে করি।

এই সকল রাজাদের কর্মকান্ড উশৃংখল, তাদের ছেলে–মেয়েদের চলাফেরা উশৃংখল। এবং এলাকাভিত্তিক এই রাজারা বিচারের নামে বিভিন্ন নিরীহ মানুষকে হয়রানি এবং প্রহসন করে। তাদের সবসময় অত্যাচারী মনোভাব থাকে।

নিজস্ব বা এলাকা ভিত্তিক কোন প্রকার উন্নয়নমূলক কাজ করলেই দিতে হয় তাদেরকে মোটা অংকের মাসোয়ারা। এদের বিরুদ্ধে কেউ মুখ খুললেই নেমে আসে তার উপরে বর্বর নির্যাতন, এমনকি মিথ্যা মামলার পাহাড়।

তারা কাওকে পরোয়া করে না, নিজ নিজ এলাকায় কায়েম করছে নিজেদের রাজত্ব। তাই কেউ মুখ খুলে না তাদের মিথ্যা মামলা আর নির্যাতনের ভয়ে, করুন অসহায় দিন যাপন করে এলাকার নিরীহ মানুষেরা।

তাই এলাকাভিত্তিক এই রাজাদের উপরে গোয়েন্দা নজরদারি চালানো দরকার।আর এদের উপর নজরদারি ও অভিযান চালালে শাস্তি পাবে দুর্নীতিবাজ মুকুটহীন রাজারা, এলাকায় আসবে শান্তির হাওয়া, দল ফিরে পাবে তার প্রকৃত সুনাম।

এবং দল আরো খুঁজে পাবে দলের প্রকৃত ত্যাগী– দুর্নীতিমুক্ত নেতাদের। ধিরে ধিরে গরে উঠবে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত একটি সোনার বাংলাদেশ।

তাই আমার মতে রাজনৈতিক নামধারী দাপট শীল এলাকার মুকুটবিহীন উশৃংখল রাজারা রাজধানী সহ দেশের প্রত‍্যন্ত অঞ্চলে তাদের দাপট ও অত্যাচারের ভয়াবহ মহামারী রূপ নিয়েছে, তাই বিষয়টি এখুনি নিয়ন্ত্রণ না করলে আগামীতে নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে পড়বে।

"আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি"।

লেখক:– মোঃ প্রান্ত পারভেজ তালুকদার। লেখক, অভিনেতা, সাংবাদিক, সম্পাদক ও প্রকাশক।

image
  • Me gusta
  • Amor
  • HaHa
  • WoW
  • Triste
  • Enojado
Traducciones   3 años
'যদি তুমি তেল মারো তবে তুমি বেশ,
আর যদি সত্য বলো তাইলে তুমি শেষ।
যাদের মূল্য ২ আনা, তাদের ৪ আনার দাম দিলে তারা তো ৮ আনার ভাব নেবেই।
  • Me gusta
  • Amor
  • HaHa
  • WoW
  • Triste
  • Enojado
Traducciones   3 años

মাত্র ২৭ সেকেন্ডের এই কথাগুলো আপনার জীবন চলার পথে সাহস আর উৎসাহ বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট।