ক্লিভেজ দেখিয়ে ছবি আপলোড করে সেই তুমি আবার অন্য কাউকে একই কারণে মাগী বলো,
ফেসবুকে অন্যের সুন্দর প্রেমিক কিংবা প্রেমিকার সাথে চান্স নেবার চেষ্টা করে আবার অন্য কেউ যখন তোমার মানুষটার সাথে চান্স নেবার চেষ্টা করে সেই তুমি তখন তাকে বারোভাতারী বলে প্রচার করো;
বডি শেইমিং নিয়ে বিশাল বিশাল পোস্ট লেখা সেই তুমি "এতো শুকনা কেনো" বলে প্রশ্ন করো,
নিজে আরেকজনের সাথে ইটিশ পিটিশ করে বাড়ি এসে তোমার প্রেমিকার সাথে অমুকের কী সম্পর্ক তা নিয়ে ঝগড়া করো।
যৌনতার স্বাধীনতার কথা বলে তুমি অন্য এক মেয়েকে নিয়ে জুড়ে দাও বন্ধুদের সাথে রসালো আলাপ,
শরীর একটা আর্ট বলে তোমাকে ব্যক্তিগতভাবে ন্যুড দেওয়া মেয়েটির ছবি বন্ধুদের দিয়ে চোখের গণধর্ষণ করাও,
মুখে মুখে তুমি ধর্মের কথা বলে ইনবক্সে যেয়ে বলো, "এই সুন্দরী, সেক্স চ্যাট করবা নাকি?"
ছোট ছোট কাপড় পরা মেয়েটির জাত উদ্ধার করে তাকে আবার ইনবক্সে বলো, "উফ কি আগুন!"
ডিভোর্সকে তুমি স্বাভাবিক বলে ডিভোর্সী মেয়েকে বিয়ে করা ছেলেটিকে নিয়ে সমালোচনা করো,
পোশাক দিয়ে বিচার করি না বলে, ছোট কাপড় পরা মেয়েকে ভাবো, চাইলেই বিছানায় নিতে পারবে;
সমকামী, তৃতীয় লিঙ্গ- খুব স্বাভাবিক বলে দাবী করে তুমি কেউ সমকামী কিংবা তৃতীয় লিঙ্গ শুনলে তাকে অন্য দৃষ্টিতে দেখো।
তুমি বহুগামী কিংবা একগামী, ক্লিভেজ দেখাও কিংবা না দেখাও,
এক ভাতারী নাকি বারোভাতারী, ডিভোর্সী নাকি সিঙ্গেল,
নাস্তিক নাকি আস্তিক, ছোট কাপড় পরো নাকি বড় কাপড় পরো,
ন্যুড দাও নাকি না দাও, সমকামী নাকি বিষমকামী, শুকনা নাকি মোটা,
তা নিয়ে আমার কোনো আপত্তি নেই;
আমার আপত্তি তুমি মুখে যা বলো নিজেই তা মানো না,
নিজে যা করো ঠিক তার জন্য অন্য কাউকে বিচার করো...
শাকিল আহমেদ
Azad Chowdhury
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Shahadat Hossain
Delete Comment
Are you sure that you want to delete this comment ?