আমার হৃদয়ের গহীন থেকে বলছি -"অামি তোমাকে ভালোবাসি,ভাবে অনুভবে তোমাকেই খুঁজি কামনায় বাসনায় শুধুই তুমি।শয়নে স্বপনে শুধুই তুমি।
হে প্রিয়! যখন অামি নির্জনে বসি,চারপাশে কেউ থাকে না।তখন দৃশ্যপটে তোমার চেহারাটাই ভেসে উঠে।তোমাকেই ভাবতে থাকি।ভাবতে ভাবতে কেটে যায় অনেকক্ষন।ভাবনার অন্তনেই।
হে প্রিয়তম!অামার সাধ স্বপ্ন তোমাকে ঘিরে।অামার কল্পনা-জল্পনা তোমাকে নিয়ে।গভীর রজনিতে অামি রজনিগন্ধার নিঝুম অরন্যে পুস্পেরাজির ঘ্রান শুকেছি।সেই গভীর রজনিতে নিঝুম অরন্যে পুস্পসৌরভের সান্নিধ্যেও তোমাকে ভেবেছি।তোমাকে অনুভব করেছি।কিন্তু হে অন্তরঙ্গ সতীর্থ, তোমার সান্নিধ্যে হৃদয় অামার কোমল হয়েছে,তোমার মধুময় কথায় ধমনি অান্দোলিত হয়েছে।সেই অান্দোলনে অস্তিত্বের বিষন্নতা কেটেছে।অামি তোমায় ভালোবাসি।হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে বলছি অামি তোমায় ভালোবাসি।তুমি কাছে থাক অথবা দূরে,তুমি অাছ অামার হৃদয় মন্দিরে।
Habibullah Mullah
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?